July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 1st, 2021, 9:35 pm

চাকরি হারালেন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব

অনলাইন ডেস্ক :

ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মাহবুবুর রহমান বিমানের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি, বেতনের দাবিতে আন্দোলনরত পাইলটদের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ২৯ নভেম্বর ক্যাপ্টেন মাহবুবকে চাকুরিচ্যুত করে আদেশ জারি করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি বাপা সভাপতি ক্যাপ্টেন মাহবুব। চিঠিতে ক্যাপ্টেন মাহবুবকে তার সমস্ত পাওনাদি কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নিতে বলা হয়েছে। বিমানের পাইলটরা বলছেন, ক্যাপ্টেন মাহবুব কোনও অপরাধ করলে তাকে শোকজ করতে পারতো, কিংবা সাসপেন্ড করতে পারতো। এভাবে চাকরিচুত্য করা বিধিসম্মত না। শ্রম আইন অনুসারেও কোনও সংগঠনের সভাপতিকে এভাবে চাকরিচ্যুত করা যায় না। এদিকে, পাইলটদের চাকরিচ্যুত করার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে ক্ষমতা প্রদান করে বিমান পরিচালনা পর্ষদ। গত ২৮ নভেম্বর ২৬৫তম বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালককে ক্ষমতা প্রদান করা হয়। ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরের দিনই বাপা সভাপতিকে চাকরিচ্যুত করার চিঠি দেওয়া হয়। করোনা মহামারি শুরু হলে ব্যয়-সংকোচন করতে বিমানকর্মীদের বিভিন্ন অংকে বেতন কাটে বিমান। গেলো আগস্ট থেকে কিছু পাইলট ছাড়া বাকিদের বেতন কাটা বন্ধ করে বিমান। এ কারণে বিমানের পাইলটদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি সুরাহা না হওয়ায় চুক্তির অতিরিক্ত ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা দেয় তারা। বিমান প্রতিমন্ত্রীকে নিজেদের দাবির বিষয়টিও জানায় বাপা।