October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 9:30 pm

চায়ের রাজ্যে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বত্র অনুভূত হচ্ছে প্রচ- শীত। গতকাল রোববার চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি। এর আগে শনিবার ছিলো ০৯.০৬ ডিগ্রি। তিনি জানান, এখন তাপমাত্রা ক্রমশই নামবে। সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহও থাকবে। এতে কয়েকদিন শীতের প্রকোপ বাড়তে পাড়ে। এদিকে কয়েক দিন ধরে বিকেল থেকে মৃদু বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে। শেষ রাতে ঘন কুয়াশা আর তীব্র শীতে কাবু হতে থাকে জনপদ। এ অবস্থায় ছিন্নমূল মানুষসহ জেলার চা শ্রমিকরা পড়েছেন দুর্ভোগে। শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের অপর পর্যবেক্ষণ কর্মকর্তা মাসুম আহমদ জানান, এক সপ্তাহ যাবত ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ধীরে ধীরে এখানকার তাপমাত্রা কমছে। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে। এদিকে গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। অনেকে শীত থেকে রক্ষা পেতে সকাল-সন্ধ্যা খড়কুটো জ¦ালিয়ে উষ্ণতা নিচ্ছেন।