October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 17th, 2022, 7:57 pm

চিরকুটের সুমি’র মা আর নেই

অনলাইন ডেস্ক :

মা হারালেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। সোমবার (১৭ জানুয়ারী) ভোরে তার মা শেলি খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি সুমি নিজেই নিশ্চিত করেছেন। তার মা দীর্ঘদিন ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন বলেও জানান তিনি। সুমি বলেন, ‘আমরা প্রাণান্তর চেষ্টা করে গিয়েছি। কিন্তু মাকে বাঁচাতে পারলাম না।’ তিনি জানান, সোমবার সকালে রাজধানীর নিকেতনে প্রথম জানাজা শেষে তার মায়ের মরদেহ ঝিনাইদহের শৈলকুপায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সুমিদের গ্রামের বাড়িতে তার বাবার কবরের পাশে তার মাকে সমাহিত করা হবে। এর আগে এদিন সকালে সুমি ফেসবুকে লেখেন, আযান পড়ছিল, আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। শেলি খাতুনের পাঁচ কন্যা ও দুই পুত্র। সবাই প্রতিষ্ঠিত। সুমি গান গেয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়।