March 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 20th, 2022, 7:58 pm

চিলির সমুদ্রসৈকতে লাখ লাখ মৃত মাছ!

অনলাইন ডেস্ক :

চিলির একটি সমুদ্রসৈকতে লাখ লাখ মৃত মাছ ভেসে উঠেছে। এরই মধ্যে কারণ বের করতে পানি পরীক্ষা করে দেখছে দেশটির পরিবেশবিদরা। তবে স্থানীয় জনগণ বলছেন, অক্সিজেনের অভাবেই মারা গেছে মাছগুলো। পুরো সৈকতজুড়েই মরা মাছের আস্তরণ। একটা করে ঢেউ আসছে, আর সঙ্গে করে আনছে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ। দৃশ্যটি দক্ষিণ আমেরিকান দেশ চিলির বাইও বাইও সমুদ্রসৈকতের। গত কয়েক দিন ধরেই সৈকতটিতে মরা মাছ ভেসে আসছে। দূষিত পানির কারণে এমনটা ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এরই মধ্যে, মূল কারণ বের করতে পানির পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। প্রশাসনের এক কর্মকর্তা জানান, আপাতত এগুলো এখান থেকে সরানোর কাজ শুরু করা হবে। তবে, কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখতে কাজ শুরু করা হয়েছে। তবে, স্থানীয়রা বলছেন, অক্সিজেন সংকটের কারণেই মাছগুলো মারা যেতে পারে। এক স্থানীয় বাসিন্দা বলেন, হঠাৎ করেই মাছগুলো আমরা দেখি। এরপরই দ্রুত কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়। গবেষকদের মতে, আবহাওয়া খারাপের কারণে অনেক সময় ভ্যাপসা গরমের সৃষ্টি হয়। এ সময় বাতাস থাকে না, এমনকি সূর্যের আলোও চোখে পরে না। আর এ কারণে পানিতে অক্সিজেন কমে যায়। মরতে শুরু করে মাছ।