চীনের ভাইস মিনিস্টিার সান ওয়েইডং শুক্রবার দুই দিনের সরকারি সফরে ঢাকা আসছেন। ঢাকায় অবস্থানকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়া তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে, আগামী শনিবার বৈঠকটি হতে পারে।
সম্প্রতি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন যে সহযোগিতার জন্য বাংলাদেশ ও চীনের উচিত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।
তিনি বলেন, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই), গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (জিসিআই) এর অধীনে সহযোগিতার সুযোগ অন্বেষণ চালিয়ে যেতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
বিশেষত রাষ্ট্রদূত আরও বলেন, তারা বাংলাদেশে শিল্পের মানোন্নয়ন এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়ার উন্নয়নে এবং ‘মেড ইন বাংলাদেশ’-এর গুণমান ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ইচ্ছুক।
—–ইউএনবি
আরও পড়ুন
ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকা ও কালিয়াকৈরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চীন ১১ হাজার কিলোমিটার গভীর গর্ত খুঁড়ছে
বাংলাদেশ বিশ্বব্যাংকের ৮৫৮ মিলিয়ন ডলার তহবিল পাচ্ছে