অনলাইন ডেস্ক :
তিন নভোচারী নিয়ে সফলভাবে শেনঝু-১২ উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে লং মার্চ-২এফ নামের রকেটের মাধ্যমে যাত্রা শুরু করে। চীনের গবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লাউঞ্জ সেন্টার থেকে রকেটটি যাত্রা শুরু করে।
ঐতিহাসিক এই অভিযানে অংশ নেয়া তিন নভোচারী হলেন নিয়ে হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)। তারা পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার ওপরে তিয়ানহে মডিউলে তিন মাস অবস্থান করবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নভোচারী হিসেবে মহাকাশে দীর্ঘতম সময় অতিবাহিত করার রেকর্ড গড়তে এই ঐতিহাসিক যাত্রা। নভোচারীরা স্পেস স্টেশনের নির্মাণ এগিয়ে নিতে কাজ করবেন।
তিন মাস অবস্থানকালে দুই নভোচারী দুবার লম্বা সময়ের জন্য মহাকাশ পরিব্রাজন করবেন। এই মিশনটি ফেরার পর গ্রহটিতে তিন সদস্যের আরেকটি ক্রু টিম পাঠাবে চীন। সেই সঙ্গে সেখানে দুটি ল্যাবরেটরি মডিউলও পাঠানো হবে।
আরও পড়ুন
ইরানে ২৬ দিনে ৫৫ মৃত্যুদন্ড কার্যকর
পাকিস্তানে এক লিটার ডিজেল ২৬২ রুপি
ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ডকে সমর্থনে আপত্তি নেই এরদোয়ানের