December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 14th, 2021, 8:03 pm

চীনে খনিতে দুর্ঘটনার এক মাস পর ১৯ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

চীনের কিংহাই প্রদেশের চাইদারে একটি কয়লা খনি থেকে ১৯ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৪ আগস্ট খনিটিতে দুর্ঘটনা ঘটার প্রায় একমাস পর সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হলো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত মাসে দুর্ঘটনায় কয়লা খনির ভেতরে আটকা পড়েন ২১ জন শ্রমিক। তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল যাদের মধ্যে একজন আহত ও একজন মৃত ছিল। এক মাস ব্যাপী উদ্ধার অভিযানের পর ভুপৃষ্ঠ থেকে আটশ কিলোমিটার নিচ থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়। গত জানুয়ারিতে চীনের শানডং প্রদেশে ধসে পড়া খনি থেকে দুর্ঘটনার দুই সপ্তাহ পর ২২ শ্রমিকের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া একই প্রদেশে ফেব্রুয়ারিতে খনি বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছিল।