September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 9th, 2022, 8:26 pm

চীনে প্রবল বর্ষণে বহু বাড়ি-ঘর ধ্বংস, ১০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক :

চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং অন্তত ১০ জন বাসিন্দা মারা গিয়েছে। বর্ষণের তীব্রতায় এখানকার কয়েক শ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭ শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, গত বুধবার পর্যন্ত ১০ জন মারা গেছে, তিন জন নিখোঁজ রয়েছে। হুনানের প্রাদেশিক সরকার বৃহস্পতিবার (৯ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সিনহুয়া বলছে, হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে অত্যধিক বৃষ্টিপাতের মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে বলেও জানানো হয়। উল্লেখ্য, গত বছর চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এ সময় এতে তিন শ’রও বেশি লোক প্রাণ হারায়। বিশেষজ্ঞরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে। সূত্র : বাসস