October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 6th, 2023, 8:58 pm

চীনে প্রবল বর্ষণ, বন্যা-ভূমিধসে নিহত ১০

অনলাইন ডেস্ক :

চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে প্রবল বৃষ্টিতে দশজনের প্রাণহানি এবং ১৮ জন নিখোঁজ হয়েছে। সরকারি সংবাদ মাধ্যমের খবরে রোববার (৬ আগষ্ট) এ কথা বলা হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলা বিপর্যকর আবহাওয়া পরিস্থিতিতে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। চীনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত রয়েছে। গত শুক্রবার বেইজিং বলছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪৭ জন মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।

রোববার (৬ আগষ্ট) বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এ ছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শুলান শহরে প্রবল বৃষ্টিতে আরও ছয়জন মারা গেছে এবং নিখোঁজ হয়েছে চারজন। সিনহুয়া আরও বলছে, এ এলাকায় ভারি বর্ষণ মূলত শেষ হয়েছে। ইতোমধ্যে ১৯ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া এবং ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ঘুর্ণিঝড় ডকসুরি চীনের ভূখন্ডে আঘাত হানার পর থেকে দেশটিতে ভারী বর্ষণ শুরু হয়।