October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 22nd, 2022, 1:13 pm

চীনে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া কাউকে পাওয়া যায়নি

অনলাইন ডেস্ক :

এক দশকের মধ্যে চীনে সবচেয়ে খারাপ বিমান বিপর্যয়ের মধ্যে ১৩২ জন যাত্রী নিয়ে একটি বনাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে এ দুর্ঘটনায় এখনও বেঁচে যাওয়া কাউকে পাওয়া যায়নি।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী টেলিভিশন সিসিটিভি মঙ্গলবার সকালে জানিয়েছে, দুর্ঘটনার ১৮ ঘন্টারও বেশি সময় পর বিমানটির ধ্বংসাবশেষ ঘটনাস্থলে পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত বিমানটিতে যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের কাউকেই পাওয়া যায়নি।

এর আগে সোমবার চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি প্রদেশে ১৩২ জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, টেং কাউন্টির উঝো শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ফ্লাইটটি পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিং থেকে পূর্ব উপকূল বরাবর গুয়াংজু এর শিল্প কেন্দ্রে যাচ্ছিল।

সংস্থাটি জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চায়না ইস্টার্ন বোয়িং ৭৩৭ বিমানটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিল।

নাসার স্যাটেলাইট ডাটায় দুর্ঘটনাস্থলে আগুন দেখা গেছে।