September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 5th, 2023, 6:02 pm

চীনে ভয়াবহ বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৪

অনলাইন ডেস্ক :

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চংকিংয়ে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন। চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে চংকিং-এর চারটি বিভাগে রেড অ্যালার্ট সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। বুধবার (৫ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, এ পরিস্থিতিতে জরুরি পরিষেবা বাড়িয়েছে চীনের জরুরী ব্যবস্থাপনা মন্ত্রনালয়। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য অন্তত ৪০০টি জরুরি দল পাঠানো হয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাসিন্দাদের নিরাপদ রাখতে এবং ক্ষতি কমাতে “সর্বোচ্চ অগ্রাধিকার” দেয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে।

এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ এবং জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারী মন্ত্রণালয়কে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ভারী বৃষ্টি ও বন্যায় প্রতিবেশী প্রদেশ সিচুয়ানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। চীনের সরকারি গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বন্যায় সিচুয়ানের ৮৫ হাজারের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।