December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 8th, 2023, 8:13 pm

চীনে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

অনলাইন ডেস্ক :

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। গত শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সিসিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনার কারণ গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ চালকদের জন্য ভ্রমণ-নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, এলাকাটিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এ কারণে সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। চালকদের উদ্দেশে নির্দেশনায় আরও বলা হয়, ‘অনুগ্রহ করে ফগলাইটের দিকে মনোযোগ দিন। ধীরগতিতে চালান। সাবধানে চালান। সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পথচারীদের এড়িয়ে চলুন। লেন পরিবর্তন করবেন না। ওভারটেক করবেন না।’ কঠোর নিরাপত্তাবিধি ও নিয়ন্ত্রণের অভাবে চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে চীনের ঝেংঝৌ শহরের একটি সেতুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে দুই শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন একজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছিল। গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে এক বাস দুর্ঘটনায় ২৭ জন যাত্রী নিহত হয়েছিলেন।