চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে রবিবার ২ দশমিক ৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় এক সন্দেহভাজন এক স্বর্ণ চোরাকারবারিকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
জব্দকৃত সোনার বারগুলোর বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা বলে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আটক সাহাবুল মিয়া (৩৫) জীবননগর সদরপাড়া এলাকার মৃত মোকসেদ মণ্ডলের ছেলে।
৫৮-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, এক ভ্যানচালক জীবননগর সীমান্তে বিপুল পরিমাণ সোনার বার পাচার করবে এমন খবর পেয়ে জীবনপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। পরে, তারা তার ভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করে এবং ভ্যানের সিটের পেছনে লুকানো ২০টি বার জব্দ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেছে। জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক