October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 8:10 pm

চুয়াডাঙ্গায় কেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ছুরিকাঘাত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের দুই কর্মীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন, আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা গ্রামের হুসুকপাড়ার আবদুস সাত্তারের দুই ছেলে রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) ও রাসেল (২৩)। রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা বলেন, বেলা ১১টার দিকে জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর ভোট দিতে যাই। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কর্মীরা আমাদের কুপিয়ে জখম করে।
আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাস বলেন, আমার দুই কর্মীকে কুপিয়েছে বলে শুনেছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, তাদের দুজনের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহৃ রয়েছে। ধারালো কোসো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাস ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইভাই আহত হয়েছে বলে শুনেছি। বিশৃঙ্খল এড়াতে পুলিশ তৎপর রয়েছে।