চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।
কাঁপুনি দিয়ে এই ঠাণ্ডা জনগণের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেছে, বিশেষ করে জেলার দিনমজুরদের। শৈত্যপ্রবাহের কারণে মানুষ ঘরের ভেতরে থাকতে বাধ্য হচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
রমজান ঘিরে বাজারে ভোগ্যপণ্যের কৃত্রিম সঙ্কটের পাঁয়তারা করছে অসাধু চক্র
সারাদেশে তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমতে পারে: আবহাওয়া অফিস
৬টি আসনের উপনির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে: সিইসির অনুমান