October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 3rd, 2022, 8:23 pm

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ট্রাক চালকের

চুয়াডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের গোকুলখালি নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আওয়াল সরদার (৪০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিন সরদারের ছেলে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের টিম ট্রাকের মধ্যে আটকে থাকা চালকের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গোকুলখালি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আওয়াল সরদারের মৃত্যু হয়। লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুল আলম বলেন, লাশ ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে। নিহতের স্বজন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

—ইউএনবি