December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 15th, 2024, 2:42 pm

চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলার দায়িত্ব ইউএনওর

উপজেলা পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকলে জনসেবা নির্বিঘ্ন রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।

১৪ আগস্ট থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

আদেশে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এর ফলে উপজেলা পরিষদগুলোর অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে।

যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদে সব ধরনের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

গত ‌৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়।

পরে গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা বেশিরভাগই পালিয়ে বেড়াচ্ছেন। বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের নেতারা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তাদের অনুপস্থিতিতে উপজেলা পরিষদগুলোর কার্যক্রম বিঘ্নিত হওয়ায় এই আদেশ জারি করা হয়।

—–ইউএনবি