September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 11th, 2023, 8:22 pm

চেলসি স্পন্সর না পাওয়ার কারণ কী?

অনলাইন ডেস্ক :

২০২৩-২৪ মৌসুমের জন্য চেলসি তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। নতুন মৌসুমে চেলসি তাদের জার্সির জন্য এখনো কোন স্পন্সর খুঁজে পায়নি। গত মৌসুমের পরে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান থ্রির সাথে চুক্তি শেষ হয়ে গেছে ব্লুজদের। কিন্তু গত আসরে টেবিলের ১২তম স্থানে থেকে লিগ শেষ করার পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি চুক্তি নবায়নে আর কোন আগ্রহ দেখায়নি। এদিকে, দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল। প্যারামাউন্ট+ ও স্টেক নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারেনি চেলসি। বেটিং প্রতিষ্ঠান স্টেকের সঙ্গে চুক্তিটি সম্ভব হয়নি প্রিমিয়ার লিগ সম্প্রচার প্রতিষ্ঠানের আপত্তির কারণে। চেলসি সমর্থকেরাও বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির বাণিজ্যিক চুক্তির বিরোধিতা করেছে।

এক জরিপে দেখা গেছে ৭৭ শতাংশ সমর্থক চান না তাদের প্রিয় ক্লাবের জার্সিতে কোনো বেটিং প্রতিষ্ঠানের লোগো থাকুক। গত এপ্রিলে প্রিমিয়ার লিগ ঘোষণা দিয়েছে ২০২৫-২৬ মৌসুমের পর থেকে কোন বেটিং প্রতিষ্ঠানের লোগো জার্সির সামনে থাকতে পারবে না। চেলসি জানিয়েছে আগামী ১৬ আগস্ট থেকে ওয়েবসাইটে ও তাদের নিজস্ব দোকানগুলোতে নতুন জার্সি পাওয়া যাবে। তার তিনদিন আগে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে চেলসি। ২৩ আগস্ট থেকে বড় পরিসরে জার্সি বিক্রি শুরু হবে। প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরেও চেলসিকে পৃষ্ঠপোষক বিহীন জার্সি পড়েই মাঠে নামতে হচ্ছে। এর আগে গত মৌসুমের শুরুতে নটিংহ্যাম ফরেস্টের জার্সিতেও কোন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ছিল না।