November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 20th, 2023, 8:29 pm

চ্যাম্পিয়নস লিগের সেমিতে ইন্টার

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে যাওয়ার পথটা আগেই সুগম করে রেখেছিল ইটালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। বেনফিকার মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছিল ইন্টার। বুধবার রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠ সানসিরোতে ৩-৩ ব্যবধানে ড্র করে সেমিফাইনালের টিকিট কেটেছে মিলানের দলটি। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় ৫-৩ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।

সান সিরোতে ম্যাচের ১৪তম মিনিটেই গোল করে ইন্টারকে এগিয়ে দেন নিকোলো বারেলা। এই গোলের অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তবে ৩৮তম মিনিটে ফ্রেডরিক অরসনেস গোল করে বেনফিকাকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে গিয়ে আরো দুই গোল করে ব্যবধান ৩-১ করে ফেলে ইন্টার। ৬৫তম মিনিটে মার্টিনেজ ও ৭৮তম মিনিটে আরেক আর্জেন্টাইন তারকা জোয়াকিন কোরেয়া গোল করেন। শেষদিকে অবশ্য ম্যাচ জমিয়ে তুলে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ৮৬তম মিনিটে আন্তোনিও সিলভা ও যোগ করা সময়ে পিটার মুসা গোল করেন। ৩-৩ এ সমতায় থেকে শেষ হয় ম্যাচটি। প্রথম লেগের ২-০ গোলের জয়টিই শেষ পর্যন্ত সেমিতে তুলে দেয় ইন্টারকে।