October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 7:33 pm

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করলো যারা

অনলাইন ডেস্ক :

আরেক ধাপ পেরিয়ে ২০২১-২২ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখন কোয়ার্টার-ফাইনালের মঞ্চে। নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়ে সেখানে জায়গা করে নিয়েছে আট দল। সবশেষ দুই দল হিসেবে বুধবার রাতে শেষ আটে ওঠে গত আসরের চ্যাম্পিয়ন চেলসি ও ভিয়ারিয়াল। বিদায় নেয় লিল ও দুইবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। শেষ ষোলোর ফিরতি লেগে লিলকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় পরের ধাপে পা রাখে চেলসি। এদিনই আরেক ম্যাচে ইউভেন্তুসকে ৩-০ গোলে হারিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপের টিকেট কাটে ভিয়ারিয়াল। তাদের আগেই শেষ আটের টিকেট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ ও বেনফিকা। শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্ককে ৭-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে ওঠে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। প্রথম লেগে ১-১ ড্র হয়েছিল। রিয়াল প্রথম লেগে পিএসজির মাঠে হেরে বসে ১-০ গোলে। ফিরতি লেগেও পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয়ে শেষ আটে জায়গা করে নেয় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। এসি মিলানের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতে আসা লিভারপুল ঘরের মাঠে হেরে বসে ১-০ ব্যবধানে। তাতে অবশ্য পরের রাউন্ডে উঠতে সমস্যা হয়নি ইংলিশ দলটির। স্পোর্তিং লিসবনের বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলের জয়ে শেষ আটের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে ঘরের মাঠে যদিও গোলশূন্য ড্রয়ের হতাশা সঙ্গী হয় ইংলিশ চ্যাম্পিয়নদের। ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে ওঠে আতলেতিকো। আর আয়াক্সকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নেয় পর্তুগিজ ক্লাব বেনফিকা। কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র হবে আগামী শুক্রবার।