October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 31st, 2023, 8:11 pm

চ্যালেঞ্জিং চরিত্রে আগ্রহী চিত্রনায়িকা মৌ

অনলাইন ডেস্ক :

চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। ‘প্রতিশোধের আগুন’ শীর্ষক ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। এ ছবির পর সিনেমায় বেশ ব্যস্ত হয়ে পড়েন নায়িকা। বিশেষ করে ডিপজলের বিপরীতে তিন তিনটি ছবির কাজ শেষ করেছেন তিনি। ছবিগুলো হলো- ‘যেমন জামাই তেমন বউ’, অমানুষ হলো মানুষ’ ও ‘বাংলার হারকিউলিস’। এরমধ্যে প্রথম দু’টি ছবির সেন্সর হয়ে গেছে। এ বছরই ছবিগুলো মুক্তি পওয়ার কথা রয়েছে। অন্যদিকে মৌয়ের ‘বান্ধব’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি নতুন একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ছবির নাম ‘প্রেমকাব্য’। পরিচালনা করছেন রাজু আহমেদ। ব্লু জিনজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটির শুটিং শুরু হবে ফেব্রয়ারির শুরুতে। এ বিষয়ে মৌ বলেন, ডিপজল ভাইয়ের সঙ্গে করা ছবিগুলোর গল্প সামাজিক প্রেক্ষাপটের। আমি এগুলো নিয়ে বেশ আশাবাদী। আর ‘প্রেমকাব্য’ ছবিতে সাইমন ভাইয়ের বিপরীতে কাজ করবো। এফডিসিতে এর শুটিং শুরুর কথা রয়েছে সামনের মাসে। এখানে আমি দ্বৈত চরিত্রে কাজ করবো। সব মিলিয়ে আশা করছি ভালো একটি কাজ হবে। এদিকে এখন ওয়েব মাধ্যমের কাজ নিয়ে ব্যস্ত হচ্ছেন সিনেমা-নাটকের তারকারা। মৌ খান সে পথে হাঁটবেন কি? এ গ্ল্যামারার্স নায়িকা বলেন, আমি একজন অভিনেত্রী। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই সব সময়। যে জায়গায় আমি নিজেকে মেলে ধরার সুযোগ পাবো সেখানেই কাজ করতে চাই। সেটা ওয়েব হোক কিংবা চলচ্চিত্র। ওয়েবে বেশ ভালো কাজ হচ্ছে এখন। যদি সে রকম গল্প ও চরিত্র পাই অবশ্যই কাজ করবো।