October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 9th, 2022, 7:49 pm

চড়া মূল্যের প্রতিদান দিচ্ছেন হাসারাঙ্গা

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৫৪তম ম্যাচে গত রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। ম্যাচে ৬৭ রানের জয় পেয়েছে বেঙ্গালুরু। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি টস জিতে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯২ রান তুলে। জবাবে হায়দরাবাদ ১২৫ রানে গুটিয়ে যায়। আরসিবি’র জয়ের নায়ক ছিলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একাই ৫ উইকেট শিকার করেছেন এই লঙ্কান স্পিনার। চার ওভার বল করে মাত্র ১৮ রান দেন তিনি। হন ম্যাচের সেরাও। ম্যাচের পর তিনি বললেন, ‘লেগস্পিনাররা উইকেট-টেকিং বোলার। আমার দলও সেটাই ভাবে। আমি প্রচুর ডট বল করি। চেষ্টা করি উইকেট নেওয়ার। দলে এটাই আমার ভূমিকা। এই মুহূর্তে যে জায়গায় আমি আছি, তা নিয়ে আমি খুশি। ’হাসারাঙ্গা আরো বলেন, ‘আমি মাঝের দিকের ওভারে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করি। চলতি আইপিএলে শ্রীলঙ্কার চারজন ক্রিকেটার খেলছে। মহেশ থিকসানা (চেন্নাই), দুশমান্তা চামিরা (লখনউ), ভানুকা রাজাপাক্ষে পাঞ্জাব) ও আমি। শ্রীলঙ্কা দলের তিন প্রধান বোলারই খেলছে। আমাদের আইপিএল অভিজ্ঞতা শ্রীলঙ্কায় গিয়ে কাজে লাগবে।’ উল্লেখ্য যে, এই মৌসুমে হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায় আরসিবি। ১২ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই চড়া মূল্যের প্রতিদান দিচ্ছেন হাসারাঙ্গা।