November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 7:42 pm

ছবিটি ভুয়া, এখনো সন্তান প্রসব করেননি সোনম

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গুঞ্জন উঠেছে মা হয়েছেন এই অভিনেত্রী। তবে খবরটি ভুয়া বলে জানা গেছে। গত মার্চে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ঘোষণা করেন সোনম কাপুর। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় সন্তানকে আগলে শুয়ে আছেন সোনম। প্রশান্তির হাসি নায়িকার চোখোমুখে, ফুটফুটে সন্তান বুকের ওপর শুয়ে রয়েছে। মুহূর্তেই সোনম কাপুরের এই ছবি ছড়িয়ে পড়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এখনো সন্তান প্রসব করেননি সোনম। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি ছড়িয়েছে তা ভুয়া। প্রযুক্তির সাহায্যে সোনমের মুখ অন্য কোনো নারীর শরীরে জুড়ে দেওয়া হয়েছে। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পর প্রায়ই বেবি বাম্পসহ ছবি পোস্ট করেন তিনি। এদিকে বেশ কয়েক বছর সিনেমা থেকে দূরে সোনম কাপুর। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জয়া ফ্যাক্টর’ সিনেমায় তাকে সর্বশেষ দেখা গেছে। কোরিয়ান ভাষার ‘ব্লাইন্ড’ সিনেমার রিমেকে তাকে দেখা যাবে।