October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 7:50 pm

ছাঁটাই হলেন টটেনহ্যাম কোচ নুনো সান্তো

অনলাইন ডেস্ক :

ঘরোয়া ফুটবল কিংবা ইউরোপীয় প্রতিযোগিতা, কোনোখানেই ছন্দে নেই টটেনহ্যাম হটস্পার। একের পর এক ব্যর্থতার দায়ে দলটির কোচের পদ থেকে ছাঁটাই হলেন নুনো সান্তো। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাবটি। তবে নতুন কোচ কে হচ্ছেন, সেই ব্যাপারে কিছু বলা হয়নি। লিগে গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে টটেনহ্যামের হারের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, যেকোনো মুহূর্তে বরখাস্ত করা হতে পারে এই পর্তুগিজ কোচকে। ৪৭ বছর বয়সী এই কোচ গত জুনে দুই বছরের চুক্তিতে টটেনহ্যামের দায়িত্ব নেন। তার হাত ধরে মৌসুমের শুরুটা বেশ ভালোই হয় ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ দলটির, প্রিমিয়ার লিগে জেতে টানা তিন ম্যাচ। এরপরই কক্ষচ্যুত, লিগে পরের সাত ম্যাচের পাঁচটিতে হেরে বসে দলটি। ১০ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে টটেনহ্যাম। ইউরোপিয়ান কনফারেন্স লিগেও খুব ভালো অবস্থায় নেই তারা। ‘জি’ গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লন্ডনের দলটি।