September 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 18th, 2023, 8:10 pm

ছাড়পত্র পেল ‘আহারে জীবন’

অনলাইন ডেস্ক :

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমা। সেন্সর ছাড়পত্রের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, বিনা কর্তনে ছাড়পত্র পেলাম। সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে তিনি বলেন,‘সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দিবো। সবাই মিলে সিদ্ধান্ত নিবো কবে মুক্তি দেওয়া যায়। আর মুক্তির তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দিবো।’

‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ। তাছাড়া, এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস। এতে আরও অভিনয় করেছেন,সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী,ওমর সানি, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’। করনাকালীন সময়ের একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হয়।