October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 8:00 pm

ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকায় ২০১৪ সালে ছাত্রলীগের এক নেতা হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে পলাতক একজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার মো. ইকবাল হোসেন তারেক (৩৮) চাঁদপুরের বাসিন্দা।

র‌্যাব-৩ এর অতিরিক্ত সুপার বীণা রানী দাস জানান, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করে র‍্যাব।

২০১৪ সালের ২৩ জানুয়ারি রমনা থানা ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা ক্যাবল টিভি ব্যবসা নিয়ে বিরোধের জেরে নগরীর মগবাজার এলাকায় ইকবালসহ তার প্রতিপক্ষের হাতে খুন হন।

একই বছরের ২৪ জানুয়ারি অজ্ঞাত পরিচয়ে রমনা থানায় হত্যার এফআইআর দায়েরের পরপরই ইকবাল আত্মগোপন করেন।

এর আগে সুইফট ক্যাবল লিমিটেডের মালিক কামরুল ইসলামকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

২০১৫ সালের ৩০ জুন চার পলাতকসহ ১৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

২০২০ সালের ১১ নভেম্বর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

র‍্যাব জানিয়েছে, আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—ইউএনবি