July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 29th, 2022, 8:24 pm

ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ এড়াতে রামগড়ে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

খাগড়াছড়ির রামগড়ে একই সময়ে, একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। পৌর শহরের মাস্টারপাড়া সিনেমাহল এলাকা থেকে পৌর ভবন এলাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত রবিবার রাতে এ আদেশ জারি করেন। ১৪৪ ধারা জারির কারণে কোনো সভা-সমাবেশ হয়নি।

দ্রব্যমূল্যেরর ঊর্ধ্বগতি ও বিভিন্ন স্থানে নেতাকর্মী হত্যা, আহতের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি সোমবার রামগড় পৌরভবন সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়ার বাসভবন চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

অন্যদিকে, ছাত্রলীগ ওইদিন একই সময়ে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভার কর্মসূচি নেয়।

ইউএনও জানান, এ অবস্থায় সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসন সভা সমাবেশ নিষিদ্ধ করে রবিবার রাতে ১৪৪ ধারা জারি করে।

—ইউএনবি