অনলাইন ডেস্ক :
বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। আর এ কারণে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে পরী মণির। দেশের বাইরে থাকায় অসুস্থ ছেলের পাশে দেখা যায়নি রাজকে। এজন্য নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। আবার অনেকে রাজকে বিভিন্নভাবে তিরস্কার করেন। এ নিয়ে অবশ্য সামাজিক মাধ্যমে সমবেদনার বার্তা জানিয়েছেন রাজও। কিন্তু সেই বার্তা আমলে নেয়নি ভক্ত-অনুরাগীরা।
এবার সেই ভক্তদের সুসংবাদ দিলেন পরী মণি। বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরী মণি লিখলেন, ‘আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে পরী লেখেন, ‘আপনারা সবাই আমার পদ্মকে কত ভালোবাসেন! ও বড় হলে আমি সবার কথা বলব একদিন।’ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী