রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে মিরপুর রুপনগরের ইস্টার্ন হাউসিং এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান।
পল্লবী থানার ওসি কাজি ওয়াজেদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরের দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক নিহত হয়েছেন।
ওসি বলেন, মানিকের নামে থানায় একাধিক মামলা আছে। তিন মাস আগেও ডাকাতির প্রস্তুতির মামলায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।
আরও পড়ুন
তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রথম তিন সপ্তাহে ৫কোটি টাকার বেশি টোল আদায়
শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো স্ক্র্যাপ বিক্রি বন্ধ