অনলাইন ডেস্ক :
দেশ-বিদেশে ছড়িয়ে আছে সুপারস্টার শাকিব খানের লাখও ভক্ত! তাকে নিয়ে সেইসব ভক্তদের বিভিন্ন রকম পাগলামি প্রায়ই চোখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমন এক ডাই হার্ট ফ্যানের পাগলামির গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘শাকিব খান লাভার’! বর্ণ নাথের পরিচালনায় এ নাটকে শাকিব খানের ডাই হার্ট ফ্যানের চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন। আরও আছেন অলংকার চৌধুরী, হারুন অর রশিদ (বান্টি ভাই) প্রমুখ। গত মঙ্গলবার দুপুরে জামিল ‘শাকিব খান লাভার’ নাটকের একটি পোস্টার প্রকাশ করেছেন ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের ‘নাকাব’ ও ‘ভালোবাসা আজকাল’ ছবির পোস্টার, আছে নবাব এলএলবি ছবির একটি দৃশ্য! নাটকের গল্পে দেখা যাবে, শাকিব খানের লাখ লাখ পাগল ভক্তের মধ্যে একজন পাগল ভক্ত আছে যিনি সেলুনের কাজ করেন। তার সেলুন এবং নিজের ঘরে শাকিব খানের ছবি পোস্টারে ভর্তি! সে শাকিব খান ছাড়া কিছুই বোঝে না, তার জীবনের স্বপ্ন থাকে একবার শাকিব খানকে ছুঁয়ে দেখবে।
সেই গ্রামে একদিন একজন ডিরেক্টর শুটিং করতে যান। তখন শাকিব খানের সেই পাগলের ভক্তের সঙ্গে পরিচয় হয় ডিরেক্টরের। তার প্ররোচনায় পড়ে শাকিব খানের সঙ্গে পরিচিত ও সখ্যতা গড়তে পারবে জেনে নাটকীয় ঘটনার ফাঁদে পড়ে সেই ভক্ত। জামিল সংবাদমাধ্যমকে বলেন, ভক্তরা তার প্রিয় তারকাকে পেতে অনেক সময় বাটপারদের ফাঁদে পা দেয়। ভক্ত ভালোবেসে যদি কারো ফাঁদে পা দেয় তাহলে সেই সুপারস্টারের কোনো দোষ থাকে না। আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন মাঝেমধ্যে হয়। ভক্তরা যেন প্রতারিত না হয় সেইদিক থেকেও এই কাজটি একটি ইতিবাচকতা ছড়াতে পারে। জামিল আরও বলেন, আমি জীবনে প্রথম সিনেমা পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’-এ শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করেছিলাম। এজন্য তিনি আমার কাছে ইমোশনের জায়গায় আছেন সবসময়। তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার বলতে শাকিব খান একজনই আছেন। জামিল জানান, এজন্যই ‘শাকিব খান লাভার’ কাজটি করা। তার অগণিত ফ্যান ফলোয়ার্স সম্পর্কে কমবেশী সবাই অবগত। আশা করছি কাজটি ভালো হবে। ‘শাকিব খান লাভার’ এই নাটকটি প্রচার হবে আজ বৃহস্পতিবার জামিলস জু ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন
ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ
একইসঙ্গে দুই ওটিটিতে আসছে তুফান
এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব