November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 5th, 2022, 8:23 pm

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা মহাকাশচারী

অনলাইন ডেস্ক :

চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন দেশটির তিন মহাকাশচারী চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলে গত রোববার তারা অবতরণ করেন। খবর বিবিসির। তিয়াংগং মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণকাজের তদারকি করতে নভোচারীরা ৫ জুন মহাকাশের উদ্দেশ্যে রওনা হন। স্টেশনটির নির্মাণকাজ গত নভেম্বরে শেষ হয়। এই মিশনটি ‘সম্পূর্ণ সফল’ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন চীনা মহাকাশ সংস্থা। গত জুন মাস থেকে স্পেস স্টেশনটির নির্মাণকাজ সামাল দেওয়া এই তিনজনের কাছ থেকে নতুন স্পেস স্টেশনের নিয়ন্ত্রণ বুঝে নিতে আরও তিন নভোচারী সেখানে পাড়ি দেন। ২৯ নভেম্বর তারা তিয়াংগং স্টেশনে পৌঁছান। তারা আগামী ছয় মাস। তিয়াংগংয়ের দেখভাল করবেন। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাগুলোর তৈরি ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)’ থেকে বাদ পড়ার পর চীন তিয়াংগং স্টেশন নির্মাণ শুরু করে।