প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অর্জিত মর্যাদা বজায় রাখতে বলেছেন। তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমাদের প্রতিটি বাহিনী সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে… তাই, তারা সবার কাছ থেকে সম্মান পায়। এই মর্যাদা বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে।’
বুধবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দপ্তরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী অন্যান্য দেশে শান্তিরক্ষা মিশনেও তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের সেবা করে।
প্রধানমন্ত্রী পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য পিজিআর সদস্যদের প্রশংসা করেন।
তিনি পিজিআর সদস্যদের দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে বিভিন্ন টেবিল ঘুরে দেখে পিজিআর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি পিজিআর সদস্যদের পরিবারের সদস্যদের কাছে উপহার হস্তান্তর করেন। যারা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম মঞ্চে ছিলেন।
স্বাগত বক্তব্য দেন পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল।
—-ইউএনবি
আরও পড়ুন
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি