September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 24th, 2023, 7:42 pm

জন্মদিনে মানবিক উদ্যোগ নিলেন সাকিব

অনলাইন ডেস্ক :

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের খেলায় তিনি যেমন ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই সেরা। ঠিক তেমনি মাঠের বাইরেও তিনি পালন করেন অলরাউন্ডার ভূমিকা। কখনও তাকে দেখা যায় ব্যবসায়ী রূপে আবার কখনো তাকে দেখা যায় জনগণের মানবিক কাজে। এর আগে যখন ২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারি। ঠিক সেই সময় নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। সেসময় করেছেন হেলথ কার্ডও, যার মাধ্যমে মানুষরা পেতে পারেন হাসপাতাল থেকে কম মূল্যে সেবা। এবার সেই পথেই আরেক ধাপ এগুলেন তিনি। শুক্রবার (২৪ মার্চ) ছিলো সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন। আর বিশেষ এ দিনেই এ অলরাউন্ডার উদ্বোধন করতে যাচ্ছেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। এদিকে চলমান আয়ারল্যান্ড সিরিজের আগে দুবাইয়ে এক স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে জন্ম দিয়েছিলেন এক বিতর্কের। শুধু তাই নয় এর কয়েক দিন আগে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন নিয়েও ছিলেন আলোচনায়। তবে সেসব কিছুকে ছাপিয়ে তার এ বিশেষ মানবিক উদ্যোগ যেন অন্যকিছুই বার্তা দিল।