December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 13th, 2021, 7:50 pm

জমজমাট লড়াইয়ে জয় পেল রিয়াল

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদ সেই গত মার্চে দর্শকের মুখ দেখেছিল। দীর্ঘদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শক ফিরলো যেদিন, তাদের সাক্ষী করে জমজমাট এক লড়াই উপহার দিলো লস ব্লাঙ্কোসরা। লা লিগায় দুবার পিছিয়ে পড়েও সেল্তা ভিগোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। রক্ষণের দুর্বলতায় শুরুর ৪ মিনিটে গোল হজম করে বসে রিয়াল। তাদের চমকে গিয়ে সেল্তাকে এগিয়ে দেন সান্তি মিনা। ২০ মিনিট পর স্বাগতিকদের হয়ে করিম বেনজিমা জবাব দেন ঠিকই। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এই আনন্দ। ৩১ মিনিটে আবারও রিয়ালকে স্তব্ধ করে দেয় সেল্তা। দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন ফ্রাঙ্কো কার্ভি। তবে বিরতির পর আসল লড়াইয়ের ঝাঁজটা তুলতে পারে আনচেলত্তির দল। ৪৬ মিনিটে মিগুয়েল গুতিরেজের ক্রস থেকে হেড করেন বেনজিমা। তাতে রিয়াল সমতায় ফেরে দ্বিতীয়বারের মতো। দলটির গোল উৎসবের এই ধারা অব্যাহত থাকে পুরোটা সময়। ঘণ্টা খানেকের মাথায় স্কোর ৩-১ করেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশ্য গোলদাতা না হলেও এটি বানিয়ে দেন বেনজিমাই। পরে চতুর্থ গোলটি করেন অভিষেক হওয়া এদুয়ার্দো কামাভিঙ্গা। রিবাউন্ড করা বল জালে পাঠিয়ে তিনি গোলের খাতায় নাম লেখান প্রথমবার। পুরো ম্যাচে আলো ছড়িয়ে অবশেষে ৮৭ মিনিটে হ্যাটট্রিক তুলে নেন বেনজিমা। ডেনিস সুয়ারেজ ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফরাসি স্ট্রাইকার। এই জয়ের পর ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ভ্যালেন্সিয়া ও আতলেতিকোরও সমান পয়েন্ট।