অনলাইন ডেস্ক :
স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত শনিবার রাতে প্রতিপক্ষ অ্যাতলেতিক বিলবাওয়ের মাঠে গিয়ে ২-০ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। তবে ফেদে ভালভের্দের বুলেট গতির শট ক্রসবারের কিছুটা পাশ কাটিয়ে চলে যায়। ২৮তম মিনিটে দানি কার্ভাহালের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রদ্রিগো।
৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লা লিগায় নিজের প্রথম ম্যাচ খেলতে নামা জুড বেলিংহ্যাম। ডেভিড আলাবার কর্নার থেকে আলতো ভলিতে গোলটি করেন ১০৩ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসা এই ইংলিশ মিডফিল্ডার। বাংলাদেশ সময় রাত দেড়টায় গেতাফের বিপক্ষে খেলতে নামবে কাতালানরা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা