July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:14 pm

জরিমানার মুখে ডু প্লেসিস

অনলাইন ডেস্ক :

২১২ রানের বিশাল সংগ্রহ গড়েও সোমবার লখনউ সুপার জায়ান্টের কাছে ১ উইকেটে হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে পরাজয়ের পাশাপাশি জরিমানাও গুনতে হয়েছে অধিনায়ক ফাফ ডুপ্লেসিসকে। এ ছাড়া ম্যাচ জয়ের পর আপত্তিকর উদযাপনের জন্য লখনউ সুপার জায়ান্টের পেসার আবেশ খানকে তিরস্কার করা হয়েছে। ম্যাচটিতে বোলিং শেষ করার নির্দিষ্ট সময়ে ২ ওভার কম করেছিল বেঙ্গালুরু। এর প্রাথমিক শাস্তি তারা মাঠেই পায়। শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচজনের বদলে তারা মাত্র চারজন ক্রিকেটারকে রাখতে পেরেছিল। ম্যাচ শেষে দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, চলতি আইপিএলে বেঙ্গালুরুর এটাই প্রথম জরিমানা। আইপিএলের কোড অব কন্ডাক্টের আওতায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে অধিনায়ককে। আরেক কান্ড ঘটিয়েছেন আবেশ খান। শেষ বলে জয়ের জন্য লখনউর ১ রান প্রয়োজন ছিল। বেঙ্গালুরুর উইকেটকিপার দিনেশ কার্তিকের ভুলে তারা সেই এক রান নিয়ে নেয়। এরপর আনন্দের চোটে নিজের হেলমেট মাটিতে ছুড়ে দিয়ে উল্লাস করতে থাকেন লখনউর আবেশ খান। এ কারণে তাকে তিরস্কার করা হয়েছে। বিবৃতিতে বিসিসিআই বলেছে, আবেশ লেবেল ১ অপরাধ করেছেন। যেহেতু এটাই তার প্রথম অপরাধ, তাই এবার তিরস্কার করা হলো। পরবর্তী সময়ে এ ধরনের ভুল করলে বড় শাস্তি হতে পারে।