অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। আগেই নির্দেশনা ছিল লকডাউনে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৩০, মোহাম্মদপুরে ২৬, আদাবরে ১৮, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮, শেরে বাংলা নগর থানায় ৪৩ এবং হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
অভিযোগ যাচাই-বাছাইয়ে দুদকের কোনো বিধি নেই
পদ্মা সেতু ষড়যন্ত্রকারীদের জন্য উপযুক্ত জবাব: প্রধানমন্ত্রী
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে