May 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 7:22 pm

‘জলকিরণ’ সিনেমায় নিরব-স্পর্শিয়া

নিজস্ব প্রতিবেদক:

নানামাত্রিক চলচ্চিত্র দিয়ে দর্শক হলে ফেরানোর চেষ্টা চলছে। এরমধ্যে কিছু বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি নিয়েও সিনেমা তৈরি হচ্ছে। তার ভিড়ে আসতে চলেছে আরও একটি নতুন সিনেমা। এর নাম ‘জলকিরণ’। এইচ আর হাবিব পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা নিরব ও স্পর্শিয়া। রোববার রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় এই সিনেমার ফার্স্টলুক উন্মোচন হলো। সেখানে উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান পাত্র-পাত্রী। আরও উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, সৌরভ ফারসি। সোমবার  (৩রা জানুয়ারী) অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকেই। অনুষ্ঠানে জানানো হয়, ছবিটি প্রযোজনা করছে কে এফ বেংগল আর এ- ডি। প্লাজমা বিজ্ঞানী মোসফেক রশীদের তত্ত্বাবধানে হতে যাচ্ছে এই চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন এইচ আর হাবিব। তিনি বলেন, ‘একটু ভিন্নধর্মী আমেজ আনতে আমরা ‘জলকিরণ’ সিনেমাটি তৈরি করতে যাচ্ছি। এর ইংরেজি নাম হবে ডঊঞ জঅউওঅঘঈঊ’। শিশু কিশোরসহ সকল শ্রেণীর দর্শকদের জন্যই এই ছবি নির্মিত হতে যাচ্ছে। আমরা সায়েন্স ফিকশন বলতে ভাবগাম্ভীর, নাশ- বিনাশ বা যুদ্ধজয়ের গল্প দেখি। এই ছবি সায়েন্স ফিকশন চলচ্চিত্রের প্রচলিত ধারার বাইরে। মূলত সিসোয়েশলান কমেডি ঘরানার ছবি ‘জলকিরণ’। গল্পে দেখা যায় বিজ্ঞানের একটি আবিষ্কারের ফলে পুরো সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির এক বৈপ্লবিক পরিবর্তন হয়ে যায়। তখন কেউ কাউকে দায়ে বা বাধ্য করতে ক্ষমতার প্রয়োগ হারায়। ফলে সমজে আপনাআপনি রক্তপাতহীনভাবেই শান্তি নিশ্চিত হয়।’ এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘বেশ অভিনব ভাবনার একটি গল্প। সময়োপযোগী প্রচেষ্টা বলা যায়। এখানে দর্শক একদম অন্যরকম একটা ফ্লেভার পাবেন। চরিত্রগুলোর মধ্যে আকর্ষণ আছে। অপেক্ষা করছি শুটিং শুরু করার।’ অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘সবসময় চেষ্টা করি ব্যতিক্রমী কিছু চরিত্রে কাজ করতে। এবারেও তেমন একটি চরিত্র পেয়েছি ‘জলকিরণ’ সিনেমায়। এ দেশের দর্শকের জন্য নতুন একটা ফিলোসফি নিয়ে আসবে ছবিটি। এখানে সহশিল্পীরাও দারুণ সবাই। আশা করছি সবাই মিলে একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো।’ রাশেদ মামুন অপু তার মতামত দিয়ে বলেন, ‘একটি ইউনিক গল্পের সিনেমা। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ আমাকে এই আয়োজনে যুক্ত রাখায়। একটি ভালো সিনেমা হবে ‘জলকিরণ’। এ ছবিতে আরও অভিনয় করবেন নওশাবা, এইচ আর হাবিব, প্রণব দাশ, এনজেলিনা লোপেজ, গ্রেজিলা রশীদ প্রমূখ। শিগগির ছবিটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন পরিচালক এইচ আর হাবিব।