October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 5th, 2023, 7:03 pm

জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার জাকার্তার একটি কনভেনশন সেন্টারে ‘এশিয়ান ম্যাটারস : এপিসেন্ট্রারাম অব গ্রোথ’ প্রতিপাদ্য নিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

স্বাগতিক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের অ্যাসোসিয়েশনের শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।

রাষ্ট্রপতি উদ্বোধনী অনুষ্ঠানের পরে কনভেনশন সেন্টারের প্লেনারি হলে রাষ্ট্রনেতাদের সঙ্গে একটি গ্রুপ ফটোশুটেও অংশ নেন। রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে আছেন অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রেসিডেন্ট রবিবার জাকার্তায় পৌঁছেছেন। এছাড়াও তিনি এখানে ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ইষ্ট এশিয়া সম্মেলনেও যোগ দেবেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণের পাশাপাশি ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়।

রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে জাকার্তা পৌঁছেছেন।

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তের রাষ্ট্রীয় নেতাদের সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি হুতান কোটা গেলোরা বুং কার্নোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আয়োজিত ‘গালা ডিনার’-এ যোগ দেবেন।

জাকার্তা থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার স্ত্রীকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন।

সূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

—-ইউএনবি