October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 25th, 2023, 8:09 pm

জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরার তালিকায় আল্লু-আলিয়া-কৃতি

অনলাইন ডেস্ক :

ঘোষিত হলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যে কোনো শিল্পীর জীবনের স্বপ্ন জাতীয় এই সম্মান পাওয়ার। ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার দৌড়ে সবাইকে পেছনে ফেললেন ‘পুষ্পা’ নেতা আল্লু অর্জুন। ‘আরআরআর’-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলেছেন এই দক্ষিণী তারকা। প্রথম তেলুগু অভিনেতা হিসাবে জাতীয় মঞ্চে সেরা অভিনেতার সম্মান হাতে তুলে নিলেন, চোখ ছল ছল করে ভাসলেন আবেগে। ‘পুষ্পা’ টিমের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন এই রাফ অ্যান্ড টাফ হিরো। পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরতে দেখা গেল আল্লুকে। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিস চমক দেখিয়েছে। চন্দনকাঠের চোরা চালান করে ফুলে ফেঁপে ওঠা স্মাগলার পুষ্পারাজের গল্প উঠে এসেছে এই ছবিতে। শ্রীভাল্লি-পুষ্পার প্রেম কাহিনিও ছিল এই ছবির অন্যতম ইউএসপি।

এদিকে আল্লু অর্জুনের এই অর্জনে শুভেচ্ছা জানান জুনিয়র এনটিআর। হার স্বীকার করে তিনি লেখেন, ‘পুষ্পার জন্য যে সাফল্য তুমি পাচ্ছো, তুমি তার যোগ্য, অনেক শুভেচ্ছা।’ জবাবে আল্লু লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ মন থেকে এই শুভেচ্ছার জন্য, আমি ধন্য, আমি আপ্লুত।’ জাতীয় মঞ্চে সেরা অভিনেত্রীর দৌড়ে এবার হার মানতে হয়েছে ‘থালাইভি’ কঙ্গনাকে। ‘গাঙ্গুবাই’ আলিয়ার সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন কৃতী শ্যানন। লক্ষ্মণ উতরেকরের ‘মিমি’ ছবির জন্য এই সম্মান পেয়েছেন অভিনেত্রী। ছবিতে সারোগেট মাদারের চরিত্রে দেখা মিলেছিল কৃতির। আলিয়ার সঙ্গে এই সম্মান ভাগ নিতে পেরে গর্বিত অভিনেত্রী। তিনি লেখেন, ‘অভিনন্দন আলিয়া! তুমি এই সম্মানের যোগ্য! আমি তোমার ভক্ত, খুব উত্তেজিত এই পুরস্কার তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরে।’ কৃতির এই ভালোবাসার জবাবে আলিয়া লেখেন, ‘‘আমার মনে আছ যেদিন ‘মিমি’ দেখি, সেদিন তোমায় এসএমএস করেছিলাম। খুব সৎ প্রচেষ্টা, দুর্দান্ত পারফরমেন্সৃ আমি খুব কেঁদেছিলাম ওইদিন। তুমি এই সম্মানের যোগ্য। এভাবেই জ¦লে ওঠো। এই বিশ্ব তোমার।’’

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য পাওয়া এই সম্মান নিজের অনুরাগীদের পাশাপাশি সঞ্জয় লীলা বানসালি ও নিজের পরিবারকে উৎসর্গ করেছেন আলিয়া। তার কথায়, ‘তোমাদের ছাড়া আমি অচল, এভাবেই তোমাদের মনোরঞ্জন করে যেতে চাই।’ পরিচালক আর মাধবানের প্রথম ছবি ‘রকেট্রি: দ্য নম্বি ইফেক্ট’। এই ছবির জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছেন অভিনেতা, বিক্রি করেছেন বাড়িও। এদিন শ্রেষ্ঠ ছবির জাতীয় পুরস্কার জয়ের পর স্বস্তির হাসি লেগেছিল তার মুখে। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও এরোস্পেস ইঞ্জিনিয়ার নম্বি নারায়ণনের সাফল্যের পাশাপাশি তার ওপর চরবৃত্তির অভিযোগের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। নাম ভূমিকায় খোদ মাধবান। পুরস্কার জিতে বাবা-মা ও নম্বি নারায়ণনকে সেটি উৎসর্গ করলেন মাধবান। এবার শ্রেষ্ঠ পপুলার ছবির পুরস্কারে ভূষিত হলো বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘আরআরআর’। পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন পঙ্কজ ত্রিপাঠী। পার্শ্ব অভিনেত্রী বিভাগে পল্লবী যোশী। কিন্তু, বাংলার ঘরে? কোন কোন বিভাগে এলো জাতীয় পুরস্কার? শ্রেষ্ঠ অডিওগ্রাফি পুরস্কারে ভূষিত ‘ঝিল্লি’। শ্রেষ্ঠ বাংলা ছবি হলো ‘কালকক্ষ’। সূত্র: হিন্দুস্তান টাইমস