October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 23rd, 2023, 3:48 pm

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা এ মাঠ পর্যায়ে গণ শুনানী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া ):

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ২০২৩-২০২৪ এ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা ও মাঠ পর্যায়ে গণ শুনানী রংপুরের গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভা ও গণ শুনানীতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও গণ শুনানীর প্রশ্নের উত্তর দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব জনাব লুৎফুন নাহার।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব জনাব সেলিম আহমদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিমসহ তারাগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরাগাছা, রংপুর সদর, কাউনিয়া, বদরগঞ্জ এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া গঙ্গাচড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, সুধীজন, সাংবাদিক ও শিক্ষক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা ও গণ শুনানীতে অংশগ্রহণ করেন।