February 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:39 pm

জাতীয় ফুটবল দলের নতুন কোচ এখন ঢাকায়

অনলাইন ডেস্ক :

জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণের জন্য নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। তাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলী। ঢাকায় এসে দারুণ খুশি। এসেছেন স্পেন থেকে। ঢাকায় নেমে ভিডিও বার্তায় স্বস্তির কথা জানিয়েছেন। খুব সহসাই মাঠের খেলোয়াড়দের সঙ্গে বসতে চান। হ্যাভিয়েরের কোভিড টেষ্টের জন্য নমুনা নেওয়া হবে। নেগেটিভ হলেই তিনি চলে যাবেন খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে। ক্লাবগুলোতেও যাওয়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় দলের ২৪তম বিদেশি কোচ। আর গত ১৩ বছরে ১৩ নম্বর বিদেশি কোচ। মালদ্বীপে সাফে যাওয়ার আগে ইংলিশ কোচ জেমি ডে’কে বিদায় করে বাফুফে। নতুন কোচ ১১ মাসের জন্য বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব পালন করবেন। তবে তিনি এই প্রথম কোনো দেশের জাতীয় দলের কোচের নিয়োগ পেলেন।