October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 27th, 2022, 2:18 pm

জাতীয় স্মৃতিসৌধে ১৩ মোবাইল চোর আটক

সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মোবাইল চোর চক্রের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯টি মোবাইল ফোন উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের অভিযোগে প্রেক্ষিতে শনিবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে স্মৃতিসৌধের আশপাশ থেকে তাদের আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রবিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্য আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীর বারতে তিনি জানান, শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত স্মৃতিসৌধে ঘুরতে আসা মানুষদের বিভিন্ন কৌশলে একটি চোর চক্র মোবাইল, ম্যানিবাগ, টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন। পরে কয়েকজন ভুক্তভোগী বিষয়টি স্মৃতিসৌধের দায়িত্বে থাকা পুলিশের নজরে আনলে পুলিশ স্মৃতিসৌধে অভিযান চালিয়ে ওই চোর চক্রের ১৩ জন যুবককে ১৯টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে চলন্ত গাড়িসহ বিভিন্নস্থানে চুরি করে আসছিল।

হারুনুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

—ইউএনবি