June 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 13th, 2021, 5:44 pm

জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘মুখোশ’

অনলাইন ডেস্ক :

আগামী বছরটা শুরু হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা দিয়ে। তার ‘মুখোশ’ মুক্তি পাবে জানুয়ারিতে। ছবির পরিচালক ইফতেখার শুভ সংবাদমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার কারণে অনেক সময় লেগেছে ছবিটির শুটিং শেষ করতে। আমরা প্রস্তুতি নিয়েছি ছবিটি হলে আনার। কিছুদিনের মধ্যে পোস্টার প্রকাশ হবে। আর সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘মুখোশ’। ২০১৯-২০ অর্থ বছরে ‘লেখক’ শিরোনামের সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন শুভ। তার লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। অনুদান পাওয়ার পর নাম পরিবর্তন করে তিনি ‘মুখোশ’ রাখেন। এটি শুভর প্রথম সিনেমা। এর আগে তিনি অনেক নাটক নির্মাণ করে সাফল্য পেয়েছেন। ছবিটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে এ ছবিতে দেখা যাবে রোশানকে। আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম, ফারুখ আহমেদসহ আরও অনেকে। ‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ইফতেখার শুভ।