October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:03 pm

জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ২০ ও ২১ ডিসেম্বর রংপুর পর্যটন মোটেলে পীরগাছা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন, সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: হিরম্ব কুমার রায়। প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং এ বিষয়ে জানো প্রকল্পের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শেখ শামসুল আরেফীন, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: মো: আবু আল হাজ্জাজ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: শেখ মো: সাইদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সিরজুল হক, জেলা শিক্ষা অফিসার মোছা: রোকসানা বেগম।
জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম রাব্বানী, ম্যানেজার, মাল্টিসেক্টোরাল গভার্নেন্স, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মারুফ আহ্মেদ, প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প, ইএসডিও।