অনলাইন ডেস্ক :
চীনের এশিয়ান গেমস কাবাডিতে ছেলেদের খেলায় দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে জাপানকে ৫২-১৭ পয়েন্টে উড়িয়ে দিয়েছে। সোমবার হাংজুর ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে প্রথমার্ধে বাংলাদেশ ২৫-৫ পয়েন্টে এগিয়ে ছিল। ছেলেদের কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও জাপান। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে কাল মঙ্গলবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর বুধবার লড়বে চাইনিজ তাইপের সঙ্গে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছেলেদের খেলায় জিতলেও নারীদের কাবাডিতে ৩৭-২৪ পয়েন্টে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় লাল সবুজ দলের জন্য পদক জয়ের সম্ভাবনা ক্ষীণই বলা চলে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা