October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 3:19 pm

জাপানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনসংযোগ বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব নোরিয়ুকি শিকাতা বলেছেন, শনিবার রাতে কিশিদার সামান্য জ্বর ও কাশি দেখা দেয়। এরপর করোনাভাইরাসের জন্য পিসিআর টেস্ট করা হলে পজিটিভ ধরা পড়ে।

রবিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কিশিদা তার বাসভবনের আইসোলেশনে রয়েছেন।’

৬৫ বছর বয়সী কিশিদা গত সপ্তাহে গ্রীষ্মের ছুটিতে ছিলেন এবং সোমবার কাজে ফেরার কথা ছিল। কোথায় বা কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা স্পষ্ট নয়।

এই মাসের শেষের দিকে তিউনিসিয়ায় আফ্রিকান উন্নয়ন সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল কিশিদার। এখন তিনি ভার্চুয়ালি সেই সম্মেলনে অংশ নেবেন। কিশিদা তার মধ্যপ্রাচ্য সফরও স্থগিত করেছেন।

জাপানে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা বাড়ছে। যদিও দেশটির বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিশ্ব নেতারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন।