অনলাইন ডেস্ক :
জাপানের সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে। দক্ষিণ সাগর নামে পরিচিত জাপান সাগরে এটি পড়েছে বলে জানা গেছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে। যেটি কি না জাতিসংঘের রেজ্যুলশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২