October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 12:29 pm

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যু

ফাইল ছবি

মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু শনিবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দলের চেয়ারম্যানের উপ -প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী ইউএনবিকে বলেন জাপা নেতা ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যেখানে তিনি সকাল ৯.১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭ সেপ্টেম্বর বাবলুকে করোনা উপসর্গ নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকার ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি একই দিন একটি করোনা পরীক্ষা করেছিলেন এবং পজিটিভ শনাক্ত হয়েছিলেন। এর এক সপ্তাহ পর বাবলুকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।

দলীয় সূত্র জানায়, গত মাসের শুরুর দিকে সিলেট থেকে ঢাকায় ফেরার পর বাবলু অসুস্থ হয়ে পড়েন। তিনি চার সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে সিলেটে গিয়েছিলেন।

—–ইউএনবি