September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 28th, 2022, 8:28 pm

জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে খাসিয়াদের গুলিতে নিহত যুবক মো. কবির হোসেনের (৩২) লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পশ্চিম জাফলং সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর করা হয়।

নিহত কবির হোসেন পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকাল সাড়ে ৫টার দিকে চম্পকনগর গ্রামের কবির হোসেন, সেলিম মিয়া ও কামিল মিয়া মিলে মায়াবতী ঝর্ণার পাশ দিয়ে ভারতীয় সীমানার ভেতর মায়াবতী এলাকায় ঢুকে পড়েন। এর মিনিট দশেক পরে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেসময় সেলিম ও কামিল দৌড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসেন। কিন্তু কবির হোসেন আসতে পারেননি।

২৬ মে দুপুরে মায়াবতী ঝর্ণার পাশে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন।

লাশ ভারতীয় এলাকায় থাকায় বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। এরই প্রেক্ষিতে শনিবার সকালে লাশ হস্তান্তর করে বিএসএফ।

লাশ হস্তান্তরে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডারগণ ছাড়াও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—ইউএনবি